Header Ads

  • Breaking News

    পঞ্জাব বিষমদ কাণ্ডে মৃত বেড়ে ৮৬! দাবি উঠল মুখ্যমন্ত্রী পদত্যাগের, পাল্টা দিলেন অমরিন্দর










    পঞ্জাব বিষমদ কাণ্ডে মৃত বেড়ে ৮৬! দাবি উঠল মুখ্যমন্ত্রী পদত্যাগের, পাল্টা দিলেন অমরিন্দর



    নিজস্ব প্রতিবেদন: পঞ্জাবের বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৮৬। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের পদত্যাগের দাবি করে শাসক দলের অন্যান্য নেতা-মন্ত্রীদের একহাত নিয়েছেন শিরোমণি অকালি দলের সভাপতি সুখবির সিং বাদল। কংগ্রেস সরকারের মদতেই দলের মন্ত্রী- বিধায়করা এই অবৈধ মাদক ব্যবসা চালাচ্ছেন বলে সরাসরি অভিযোগ এনেছেন এই শিরোমণি অকালি দলের সভাপতি।

    তবে ঘটনার কড়া হাতে মোকাবিলা করছেন বলে দাবি পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর। এপর্যন্ত এই ঘটনার দায়ে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ৭ জন আবগারি দফতরের আধিকারিক ও  ৬ পুলিসকর্মীকে বরখাস্ত করা হয়েছে। বিরোধী দলের নেতা বাদল এই ঘটনাকে খুনের তকমা দিয়ে শাসক দলের নেতা-মন্ত্রীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী এই ঘটনায় রাজনীতি না করার পরামর্শ দিয়ে মনে করিয়ে দেন অতীতেও অকালি দল ও বিজেপির সময়ও এমন বিষমদ কাণ্ড ঘটেছে। মুখ্যমন্ত্রী পাল্টা অভিযোগ এনেছেন আগে বাটালার ঘটনায় অনেকের মৃত্যু হলেও এখনও প্রধান অভিযুক্তর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়নি।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728