করোনা : পুরুলিয়ায় নতুন করে করোনা আক্রান্ত আরও ৩৯ সুস্থ হয়েছেন ২৪২ জন ।
করোনা : পুরুলিয়ায় নতুন করে করোনা আক্রান্ত আরও ৩৯ সুস্থ হয়েছেন ২৪২ জন
পুরুলিয়া জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত ৪৩৬ জন। আজ নতুন করে আক্রান্ত ৩৯ জন। আক্রান্ত ব্যক্তিরা পুরুলিয়া শহর, পুঞ্চা ,জয়পুর, বলরামপুর, ও পাড়া ব্লকের বাসিন্দা। জেলা প্রশাসক বুলেটিন অনুযায়ী আজ পুরুলি যেয়া জেলায় আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে মোট সংখ্যা ১৩ জন। আজ আইসোলেসন ওয়ার্ডে ১ জনকে রাখা হয়েছে। আজ পুরুলিয়া জেলার হোম কোয়ারেন্টাইনে বর্তমানে যত ১০৯৮ জন আছেন।
আজ ৭১০ টি স্যাম্পল সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ৪৩৬ জনের রেজাল্ট পজিটিভ। পুরুলিয়া জেলার এখন পর্যন্ত মোট ২৪২ জন করোনা থেকে আরোগ্যলাভ করেছেন বা ডিসচার্জ করে দেওয়া হয়েছে। বর্তমানে জেলার অ্যাক্টিভ কেশ ১৯৩ টি। পুরুলিয়া জেলার সুস্থতার হার ৫৫.৫%।
Writer - Jimut Mahato
No comments